adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার ব্যাংকে লেনদেন চলবে তিনটা পর্যন্ত

ডেস্ক রিপাের্ট : ‘কঠোর লকডাউনের’ আগে শেষ কর্মদিবসে লেনদেনের চাপ সামলাতে ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে।
আজ সোমবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য কাল ব্যাংক খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এই প্রথম লকডাউনের কারণে ব্যাংক লেনদেন বন্ধ রাখা হচ্ছে বাংলাদেশে। আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে। করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকার লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে এ সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে বেশির ভাগ ব্যাংকের কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা ও কিছু ব্যাংক থেকে বেশি অর্থ উত্তোলন করা যায়। নিজ ব্যাংকের বুথ ও অন্য ব্যাংকের বুথ থেকে একই সীমা প্রযোজ্য হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া