adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে ৩৫০ ছক্কা হাঁকানোর কীর্তি ক্রিস গেইলের

স্পোর্টস ডেস্ক : আসরটির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব। গেইল ছাড়া আইপিএলে ২৫০ ছক্কার নজিরও নেই কারো। ২৩৭ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে আছে এবি ডি ভিলিয়ার্স।

সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামেন গেইল। প্রয়োজন ছিল ১টি ছক্কার। আগে ব্যাট করতে নামা পাঞ্জাব ইনিংসের অষ্টম ওভারে বেন স্টোকসের তৃতীয় বল গ্যালারিতে ফেলে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল।

পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলেও একটি ছক্কা মারেন গেইল। শেষমেশ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪০ রান করে ফেরেন তিনি। এই দুটি ছক্কার সুবাদে আইপিএলের ১৩৩ ম্যাচের ১৩২ ইনিংসে মোট ৩৫১টি ছক্কা মারলেন গেইল।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় গেইল, ডি ভিলিয়ার্সের পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২১৬) রোহিত শর্মা (২১৪) ও বিরাট কোহলি (২০১)। – ক্রিকইনফো/ দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া