adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো ও জোতার গোলে বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে পর্তুগাল ঘুরে দাঁড়ালো দারুণভাবে। তারা লুক্সেমবার্গকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় জয় পেলো।
লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। গেরসন রদ্রিগেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দিয়োগো জোতা। পরে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও পালিনিয়া।

লুক্সেমবার্গের বিপক্ষে এই পারফরম্যান্স নিশ্চিতভাবে রোনালদোদের সামনের পথচলায় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। জাতীয় দলের হয়ে রোনালদোর গোল হলো ১০৩টি। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের সবচেয়ে বেশি ১০৯ গোলের রেকর্ড ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ৩৬ বছর বয়সী ফুটবলার।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো সার্বিয়া সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

দুই ম্যাচে লুক্সেমবার্গের ৩ পয়েন্ট। সমান ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ‘ই’ গ্রুপের ম্যাচে বেলারুশকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। ‘জি’ গ্রুপে জিব্রাল্টারকে ৭-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। – বিডিনিউজ/ লিসবনটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া