adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘােষ

নিজস্ব প্রতিবেদক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ। ২৬ মার্চ দিবাগত রাতে রাজধানীর পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন নমিতা ঘোষ। এর পরপরই তিনি অসুস্থ হয়ে প্রথমে আজগর আলী হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মাত্র ১৪ বছর বয়সে নিজ কন্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন নমিতা ঘোষ। ২৭ মার্চ রাতে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে তখনকার দুর্গম এবং বিপজ্জনক পথ পেরিয়ে তিনি চলে যান আগরতলা। সে সময় সেখানে একটি প্রামাণ্য চিত্র তৈরির কাজ চলছিল। সেটিতে অংশ নেন তিনি। শুটিং শেষে তিনি চলে যান কলকাতায়। যোগ দেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে। সেখানে প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ। পরে প্রামাণ্য চিত্রটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া