adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে সকাল সাড়ে ১০ টার দিকে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তিনি।

এর আগে শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে নরেন্দ্র মোদির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি একটি টুইটে জানানো হয়।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদিকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে রওনা হয়েছেন।

এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন- এমন একটি ছবি শেয়ার করে টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ঢাকার উদ্দেশে প্লেনে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সফরকালে তিনি আমাদের বন্ধু প্রতিবেশীর সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিস্তৃত কর্মসূচিতে অংশ নেবেন।

নিজের দ্বিতীয় বাংলাদেশ সফরের আগে বৃহস্পতিবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দুটি টুইট করেছেন মোদি। তিনি বলেন, আমাদের প্রতিবেশী আগে নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব। এই সম্পর্ক আরও গভীর এবং বৈচিত্র্যপূর্ণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নযাত্রাকে সমর্থন করি।

উল্লেখ্য, গেলো বছরের মার্চ মাসে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সেই সফর স্থগিত হয়। তবে এ বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উদযাপনে বাংলাদেশে আসছেন মোদি। এই বছর বাংলাদেশ-ভারত বন্ধুত্বেরও ৫০ বছরপূর্তি হচ্ছে। তাই মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া