adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দলের চেয়ে ব্যক্তিগত অর্জন নিয়ে বেশি ভাবেন রোনালদো: অ্যান্তনিও

স্পোর্টস ডেস্ক : ইতালির সাবেক স্ট্রাইকার অ্যান্তনিও কাসানো মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদো দলীয় ভাবনার চেয়ে নিজের ব্যক্তিগত অর্জন নিয়ে বেশি ভাবেন। এক সাক্ষাৎকারে তিনি এ ভাবনার কথা বলেন।

ইতালির আরেক সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান ভিয়েরির ‘বোবো টিভি শো’তে রোনালদোকে নিয়ে কথা বলেন কাসানো। এ সময় তিনি বলেন, কোনো ধাঁচের ফুটবল খেলার ক্ষেত্রে রোনালদো ভালো নয়। সে এমন একজন ফুটবলার যাকে বল দিলে গোল করবে। সব সময় নিজের গোল এবং রেকর্ড নিয়ে ভাবে।

কাসানো বিশ্বাস করেন, চার বছর আগে রোনালদো যেমন ছিল, এখন আর তেমন নেই। জুভেন্টাসে কোনো কোচই রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেও মনে করেন কাসানো। বলেন, ‘জুভেন্টাস মাসিমিলিয়ানো আলেগ্রির মতো কোচকেও ছেড়েছে, যিনি ২০-৩০ বছর ধরে ইতালিতে সেরা ফুটবল উপহার দিয়েছেন। তার সবচেয়ে বড় সমস্যা ছিলেন রোনালদো। মরিসিও সারি কিংবা আন্দ্রেয়া পিরলোরও একই সমস্যা।

তিনি আরো বলেন, সারি গত বছর রোনালদোর সঙ্গে ভালো বোঝাপড়া করে খেলতে পারে, এমন কাউকে খুঁজে পাননি। এমন পরিস্থিতিতে কোচ পাল্টালেও বাধা হিসেবে রোনালদো তো থেকেই যায়। – দ্যান সান / দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া