adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী জয়া আহসানের ২৫ মার্চের স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল

বিনোদন ডেস্ক : ভয়াল ২৫ মার্চ আজ। জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে।

সেই ভয়াল রাতের ঘটনা তুলে ধরে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। মাত্র এক ঘণ্টায় জয়ার ওই স্ট্যাটাসে লাইক পড়েছে প্রায় ১০ হাজার। মন্তেব্যের ঘরেও জমা পড়েছে শত শত কমেন্ট।

অভিনেত্রী জয়ার ওই স্ট্যাটাস হুবহু তুলে দেওয়া হলো-

‘একাত্তেরর ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র। চরমতম নিষ্ঠুরতায় ঠিক আজকের দিন থেকে পাকিস্তানিরা শুরু করেছিল গণহত্যা, বাঙালিদের বিরুদ্ধে, ঠিক ৫০ বছর আগে।’

‘২৫ মার্চের সেই হত্যাযজ্ঞের নাম ওরা দিয়েছিল ‘অপারেশন সার্চলাইট’, কিন্তু দেশজুড়ে ঢেলে দিয়েছিল মৃত্যুর ঘন অন্ধকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা হত্যা করল শিক্ষক আর ছাত্রদের, অগণিত নিরস্ত্র মারল সারা দেশে। এরপর নয়টি মাস ধরে চলল গুলি, অগ্নিকাণ্ড, ধ্বংসযজ্ঞ, ধর্ষণ।’

‘দেশের আনাচে-কানাচে ওরা গঠন করল শান্তি কমিটি। কে মুক্তির জন্য তৃষ্ণার্ত, কে বাঙালির জন্য স্বাধীন মাটির স্বপ্ন দেখে, কে মাকে বাঁচাতে হাতে অস্ত্র নিয়েছে, কে আমার ধর্মের নয়-তাদের নিশ্চিহ্ন করার জন্য পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে হন্যে হয়ে ঘুরতে লাগল ওরা।’

‘আর একাত্তরের শেষে পাকিস্তানিরা যখন বুঝল ওদের নিয়তি পরাজয়, জেনারেল রাও ফরমান আলী তালিকা করল এ দেশের সেরা মানুষদের। স্বাধীন বাংলাদেশকে নক্ষত্রহারা করার জন্য তালিকা ধরে ধরে হত্যা করল বুদ্ধিজীবীদের। আজ সেই গণহত্যা দিবস।’

‘গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কী সাধ্য তাকে নিশ্চিহ্ন করে। শহীদদের অনন্ত শ্রদ্ধা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া