adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিনেমা থেকে দূরে, ধর্মকর্মে মন দিয়েছেন চম্পা

বিনােদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। চলমান করোনা সংকটে চলচ্চিত্রের কাজ থেকে খানিকটা দূরে আছেন তিনি। এ সময়টাতে পরিবার ও ধর্মকর্মে মন দিয়েছেন ‘পদ্মা নদীর মাঝি’ খ্যাত অভিনেত্রী।

চম্পা বলেন, ‘করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করিনি। এখন আবারও সংক্রমণ বাড়ছে। তাই আপাতত কাজ করছি না। বাসায় সময় কাটাচ্ছি। ধর্মকর্ম আর ইবাদত-বন্দেগি করছি। তাছাড়া আধুনিক এই সময়ে মোবাইলের মাধ্যমে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলি, সবার খোঁজখবর নিয়ে সময় কেটে যায়।’

চলচ্চিত্র থেকে সাময়িক বিরতি নিলেও একেবারে ছেড়ে দেননি জানিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্র ছেড়ে দিয়েছি তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভালো গল্পের সিনেমা পেলে আবারও কাজ করবো।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে চম্পা অভিনীত সর্বশেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এক সময় বড় পর্দায় দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বই দশকের প্রথমার্ধ পর্যন্ত বাণিজ্যিক চলচ্চিত্রের এক নম্বর নায়িকা ছিলেন চম্পা। কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ‘শেরেবাংলা পদক’ পেয়েছেন এই অভিনেত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া