adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইতিহাসের পাতায় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। সোমবার (১৫ মার্চ) কলকাতা মোহামেডানের হয়ে এবারের আসরে নিজের শেষ ম্যাচটি খেলেন তিনি। শেষ ম্যাচে জামালের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।

ভারতের মাটিতে ভারতীয় কোনো দলকে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তৃতীয় অধিনায়ক জামাল ভূঁইয়া। ফুটবল অধিনায়ক হিসেবে দ্বিতীয়। এর আগে নব্বইয়ের দশকে ইস্ট বেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মোনেম মুন্না। এছাড়া ২০১৫ সালে কপিল দেবের গলফ ফ্র্যাঞ্চাইজি পুনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান।

জামাল শুধু নেতৃত্ব নয় এই ম্যাচে খেলেছেনও দুর্দান্ত। কলকাতা মোহামেডান চার্চিল ব্রাদার্সের বিপক্ষে পেয়েছে ৪-১ গোলের জয়ে। দলের ৪ গোলের মধ্যে দুটিই ছিল জামালের অ্যাসিস্টে। খেলার ১৬ মিনিটে জামাল ভূঁইয়া দলের প্রথম গোল করান হিরা মন্ডলকে দিয়ে। আবার ৮৬ মিনিটে তৃতীয় গোল করান পেড্রো মানজিকে দিয়ে। সব মিলিয়ে জামাল আই লিগে এবার কলকাতা মোহামেডানের হয়ে ১৩ ম্যাচের মধ্যে ১২টিই খেলেছেন। ইনজুরির কারণে একটি ম্যাচ খেলতে পারেননি। – আরটিভি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া