adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা নেই জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক : টানা সাত মৌসুম সিরি আর শিরোপা জেতা দলটির চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মিলছিল না। সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়েই থামে তাদের দৌড়। তাই চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স করা একজন মহাতারকার খোঁজে নামে জুভেন্টাস। আর মিলেও যায়।
এ আসরের সবচেয়ে সফল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানে দলটি। কিন্তু তাতেও ভাগ্যের শিকে ছেঁড়েনি। উল্টো মাঝারি সারির দলের কাছে জুভরা হারছে দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনালে।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এফসি পোর্তোর কাছে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। যদিও দ্বিতীয় লেগে জয় পেয়েছিল দলটি। কিন্তু অ্যাওয়ে গোলের সমীকরণে শেষ ষোলোতেই থামে তাদের যাত্রা। আরও একবার স্বপ্নভঙ্গ। গত দুই মৌসুমে অলিম্পিক লিঁও ও আয়াক্স আমস্টারডামের মতো দলের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। তাই টানা ব্যর্থতায় রোনালদোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তুরিনের দল জুভেন্টাস। তার সঙ্গে চুক্তি নবায়নের কোনো পরিকল্পনাই নেই দলটির। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান ফুটবল কর্মকর্তা ফ্যাবিও প্যারাতিসি।

পর্তুগিজ তারকা রোনালদোর সঙ্গে জুভেন্টাসের চুক্তিটা আগামী ২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত। এ তারকাকে ধরে রাখতে চাইলে স্বাভাবিকভাবে এখনই নতুন চুক্তির প্রস্তাব দেওয়া প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে এমন কিছু তারা ভাবছেন না বলেই জানান প্যারাতিসি। স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভাগ্যক্রমে তার চুক্তিতে আরও একটি বছর বাকি রয়েছে। তার সঙ্গে আমাদের আলোচনা করার সময় রয়েছে। তবে এ মুহূর্তে এ নিয়ে আলোচনা করার কোনো লক্ষ্য আমাদের নেই। – ডেইলিস্টার/স্কাই ইতালিয়া

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা নেই জুভেন্টাসের
স্পোর্টস ডেস্ক : টানা সাত মৌসুম সিরি আর শিরোপা জেতা দলটির চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মিলছিল না। সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়েই থামে তাদের দৌড়। তাই চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স করা একজন মহাতারকার খোঁজে নামে জুভেন্টাস। আর মিলেও যায়।
এ আসরের সবচেয়ে সফল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানে দলটি। কিন্তু তাতেও ভাগ্যের শিকে ছেঁড়েনি। উল্টো মাঝারি সারির দলের কাছে জুভরা হারছে দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনালে।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এফসি পোর্তোর কাছে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। যদিও দ্বিতীয় লেগে জয় পেয়েছিল দলটি। কিন্তু অ্যাওয়ে গোলের সমীকরণে শেষ ষোলোতেই থামে তাদের যাত্রা। আরও একবার স্বপ্নভঙ্গ। গত দুই মৌসুমে অলিম্পিক লিঁও ও আয়াক্স আমস্টারডামের মতো দলের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। তাই টানা ব্যর্থতায় রোনালদোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তুরিনের দল জুভেন্টাস। তার সঙ্গে চুক্তি নবায়নের কোনো পরিকল্পনাই নেই দলটির। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান ফুটবল কর্মকর্তা ফ্যাবিও প্যারাতিসি।

পর্তুগিজ তারকা রোনালদোর সঙ্গে জুভেন্টাসের চুক্তিটা আগামী ২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত। এ তারকাকে ধরে রাখতে চাইলে স্বাভাবিকভাবে এখনই নতুন চুক্তির প্রস্তাব দেওয়া প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে এমন কিছু তারা ভাবছেন না বলেই জানান প্যারাতিসি। স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভাগ্যক্রমে তার চুক্তিতে আরও একটি বছর বাকি রয়েছে। তার সঙ্গে আমাদের আলোচনা করার সময় রয়েছে। তবে এ মুহূর্তে এ নিয়ে আলোচনা করার কোনো লক্ষ্য আমাদের নেই। – ডেইলিস্টার/স্কাই ইতালিয়া

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া