যকৃৎ দান করবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট
বিনোদন ডেস্ক : আগামী ১১ মার্চ বিশ্ব যকৃৎ দিবস। ওই দিন উপলক্ষে নিজেদের যকৃৎ (লিভার) দান করার আগাম প্রতিজ্ঞা করলেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি ‘অমর গাঁধী ফাউন্ডেশন’-এর আলোচনা সভায় উপস্থিত হয়ে এই ঘোষণা দেন জনপ্রিয় এই লাভবার্ডস।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে খবর, রণবীর ও আলিয়া ছাড়াও ওই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তাদের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও পরিচালক-প্রযোজক করণ জোহর। অঙ্গ-প্রত্যঙ্গ দান সম্পর্কে তারাও নিজেদের মতামত প্রকাশ করেন।
আলিয়া বলেন, ‘ছোটবেলায় শুনেছিলাম ঐশ্বরিয়া রাই মৃত্যুর পরে নিজের চোখ দান করে যাবেন। তখন এই কথার মর্মার্থ বুঝতে পারিনি। বাবাকে জিজ্ঞেস করেছিলাম। তার মানে ঐশ্বরিয়া রাইয়ের নিজের চোখ থাকবে না? তিনি অন্ধ হয়ে যাবেন?’
আলিয়া জানান, বাবার উত্তরটি আজও মনে রয়ে গেছে। বাবা আমাকে বলেছিলেন, ‘এখন তোমার শরীর তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু তুমি যখন আর থাকবে না, তোমার এই শরীর আরও অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারে।’
নায়কা বলেন, ‘আজ সে কথার অর্থ আমার কাছে স্পষ্ট।’ তাই মৃত্যুর পরে বা প্রয়োজনে বেঁচে থাকাকালীন নিজের যকৃৎ দান করবেন বলে প্রতিজ্ঞা করেন অভিনেত্রী।
অন্যদিকে রণবীর, অয়ন ও করণ জোহরও তাদের অঙ্গ দান করার প্রতিজ্ঞা নেন। রণবীরের কথায়, ‘আমি মনে করি, একজন করে করে এই মহৎ কাজে এগিয়ে আসলে আরও অনেকে এগিয়ে আসবেন। এভাবেই একজন অথবা দুজন মানুষের জীবনে পরিবর্তন আনা যাবে।’
এদিকে গুঞ্জন, ওই অনুষ্ঠানটিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পরই নিজেকে ঘরে বন্দি করে ফেলেছেন রণবীর কাপুর। তিনি নাকি করোনাভাইরাসে আক্রান্ত। যদিও এ সম্পর্কে অভিনেতা নিজে বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। কিছু প্রকাশ করা হয়নি সোশ্যাল মিডিয়াতেও।