adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ। নেপালের আমন্ত্রণে দেশটিতে সফরে যাবে জেমি ডের শিষ্যরা। টুর্নামেন্টের আরেক দল কিরগিজস্তান অলিম্পিক দল।

শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। আগামী ২২ মার্চ শুরু হয়ে তা চলবে ৩০ মার্চ পর্যন্ত। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে পরস্পরকে মোকাবিলা করবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। সবমিলিয়ে চারটি ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম।

এ মাসের শেষদিকে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল নেপালের। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন তা পিছিয়ে নিয়ে গেছে আগামী জুনে। ফাঁকা সময়টা কাজে লাগাতে এবং বাছাইয়ের আগে প্রস্তুতি সারতে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করছে নেপাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া