adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার আফগানিস্তানের বিরুদ্ধে দুই দিনে টেস্ট জিতলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : ভারতের আহমেদাবাদে তৃতীয় টেস্টে ভারত দুই দিনে ১০ উইকেটে ইংল্যান্ডকে হারানোর পর এবার আবুধাবিতেও টেস্ট শেষ দুই দিনে। আফগানিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয় আফগানরা। জবাবে, ২৫০ তুলতেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। পরে, দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ১৩৫ রান করলে মাত্র ১৭ রানের টার্গেট দাঁড়ায় আফ্রিকানদের জন্য। এরপর কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় উইলিয়ামস শিষ্যরা।

৫ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু বেশিক্ষণ টেকেননি রায়ান বার্ল। দলের স্কোর বোর্ডে ৭ রান যোগ করতেই বিদায় নেন তিনি। এরপর চাকাভাকে নিয়ে বড় জুটি গড়েন উইলিয়ামস। চাকাভা ৪৪ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে দলকে বড় লিড এনে দেন উইলিয়ামস। ২৫০ রানে থামে জিম্বাবুয়ে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো ধ্বসের মুখে পড়ে আফগানরা। ইব্রাহীম জারদান ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। একের পর এক উইকেট পতনে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে আফগানিস্তান। পরে অবশ্য, আমির হামজার কল্যাণে লিড পায় আসগর আফগান শিষ্যরা।
কিন্তু, এই কয় রানের লিডে তারা আটকাতে পারেনি জিম্বাবুয়েকে। ১০ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উইলিয়ামস বাহিনী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া