adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ৮ মাস পর সেরা অভিনেতার পুরস্কার পেলেন

বিনােদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গেলো বছরের ১৪ জুন ভারতের মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার হয়।

ঘটনার পর পুলিশ জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি । এ নিয়ে বিস্তর তদন্ত চললেও এখনও পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

এই অভিনেতার মৃত্যুর ৮ মাস পর বিনোদন জগতে অবদানের জন্য সুশান্তকে (সেরা অভিনেতা) ‘মরণোত্তর’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এ ঘোষণা আসে।

সিনেমা ও ওয়েব দুনিয়া মিলিয়ে একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হয়। মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। হরর-কমেডি ছবি ‘লক্ষ্মী’তে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় কুমার।

সমালোচকদের বিচারে ‘গিলটি’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন কবির সিং খ্যাত নায়িকা কিয়ারা আডভানি। ব্ল্যাক-কমেডি ‘লুডো’র জন্য সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন অনুরাগ বসু।

এছাড়া সেরা ছবি মনোনীত হয়েছে অজয় দেবগণ-সাইফ আলী খান অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। ওয়েব সিরিজ ‘আরিয়া’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুস্মিতা সেন।

এছাড়া ‘আশ্রম’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতা ববি দেওল ও ‘লুটকেস’ ছবিতে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কুণাল খেমু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া