adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১ কােটি রুপিত মোস্তাফিজকে নিলাে রাজস্থান রয়্যালস

স্পাের্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বাজিমাৎ করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালের আসরে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ।

সেবার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করায় দারুণ ভূমিকা ছিল এই টাইগার পেসারের। অভিষেকের আসরে ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন ১৭টি।

তবে ২০১৭ সালের আসরে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পান সানরাইজার্সের হয়ে। তাই খালি হাতেই দেশে ফিরতে হয় তাকে। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেললেও ৭ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে নেন ৭টি উইকেট।

এসব আপাতত অতীত। বৃহস্পতিবার ১ কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

নিলামের ফাঁকে স্টার স্পোর্টসের আলোচনায় ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর জানিয়েছেন, মোস্তাফিজ পরীক্ষিত বোলার। সে রীতিমত হুমকি হয়ে দাঁড়াতে পারে ব্যাটসম্যানদের জন্য।

‘আমি মনে করি হায়দরাবাদ, রাজস্থানের মাঠে মোস্তাফিজ দারুণ হুমকি হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য। সে আগেও তার প্রমাণ রেখেছে। আমিও চাই সে আবারও নিজেকে প্রমাণ করুক।’

দারুণ এই প্রতিভাবান ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া