adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা অটোচালক, মেয়ে মিস ইন্ডিয়া রানারআপ

বিনােদন ডেস্ক : মান্য ওমপ্রকাশ সিং, ভারতের উত্তর প্রদেশের কুশিনগরের মেয়ে। হয়েছেন এবারের ভিএলসিসি মিস ইন্ডিয়া রানারআপ। দারিদ্র্যর সঙ্গে লড়াই করে তার এই অর্জনের পেছনের গল্প অনেকেরই অজানা। যা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সকলের সঙ্গে নিজেই শেয়ার করলেন মান্য।

জানা গেছে, তার বাবা উত্তর প্রদেশের কুশিনগরের একজন অটোচালক। দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন সত্যি করার জন্য লড়ে গেছেন মান্য। ভাগ্য সবসময় তার সহায় ছিল না। কোনও দিন খেতে পেতেন, তো কোনও দিন অনাহারেই কেটেছে মান্যর। মা নিজের সঞ্চিত সমস্ত গয়না বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ মিটিয়েছেন। দিনে স্কুল। বিকেলে লোকের বাড়িতে বাসনমাজার কাজ। রাতে কল সেন্টারে কাজ। টাকা বাঁচাতে মাইলের পর মাইল হেঁটে কাজের জায়গায় পৌঁছাতেন তিনি।

ফেমিনা মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মান্য জানান, মা, বাবা, ভাইয়ের মুখ উজ্জ্বল করতেই তিনি এভাবে লড়াই করে গেছেন। নিঃসন্দেহে, মান্য ভারতের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠলেন। শত প্রতিকূলতা থাকলেও, স্বপ্ন দেখতে ভোলেননি তিনি। সূত্র : আজকাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া