adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্বস্তি নিয়ে দিন পার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩০৪ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে রয়েছে ৬ উইকেট।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই হয়নি স্বাগতিকদের।

প্রথম ওভারের শেষ বলে শূন্য হাতে সাঁজঘরে ফেরেন সাকিব আল হাসানের পরিবর্তে ডাক পাওয়া সৌম্য সরকার।

উইকেটে বেশি সময় থাকতে পারেনি নাজমুল হোসেন শান্তও। প্রথম বলে চার মেরে পরের বলেই আউট হন বাম-হাতি এই ব্যাটসম্যান।

তামিম ইকবাল ও মুমিনুল হক ৫৯ রানের জুটি করন। দলীয় ৬৯ রানে ফেরেন অধিনায়ক মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে বিদায় নেন তিনি।

এরপরই একই পথে হাঁটেন তামিম ইকবাল। ৫২ বলে ৪৪ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

শেষ পর্যন্ত চার উইকেটে ১০৫ রানে দিন শেষ করে বাংলাদেশ।

৬১ বলে ২৭ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। ক্রিজে আছেন ৬১ বলে ৬ রান করা মোহাম্মদ মিঠুন।

সফরকারীরা বোলারদের মধ্যে শ্যানন গ্যাব্রিয়েল দুটি উইকেট তুলেন। একটি করে উইকেট শিকার করেনে রাকিম কর্নওয়াল ও আলজারি জোসেফ।

এর আগে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ৪০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজদের হয়ে জসুয়া ডা সিলভা ৯৩, এনক্রুমাহ বোনার ৯০ ও আলজারি জোসেফ ৮২ রান করেন।

বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট তুলেনন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী। একটি করে উইকেট আদায় করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া