adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোন পথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে ভারত

স্পাের্টস ডেস্ক : ২২৭ রানে চেন্নাই টেস্ট হেরে কঠিন হল ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা। নিউজিল্যান্ড ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড, ভারত এমনকি অস্ট্রেলিয়াও।

এই অবস্থায় চলতি সিরিজে আর একটি টেস্টও হারলে চলবে না টিম ইন্ডিয়ার। ভারতের প্রয়োজন আর ৭০ পয়েন্ট। ৪ ম্যাচের সিরিজে, ম্যাচ জিতলে পাওয়া যায় ৩০ পয়েন্ট, ড্র করলে ১০। বাকি ৩ ম্যাচে অন্তত দুটো ম্যাচে জয় এবং একটিতে ড্র করলেই ফাইনালে যাবে ভারত। সিরিজ অন্তত ২-০, ২-১ বা ৩-১ জিতলে ভারত যাবে ফাইনালে।

চলতি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ইংল্যান্ড। ৪৪২ পয়েন্ট এবং ৭০.২ শতাংশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের ওপরে তাঁরা। ম্যাচ

হেরে ভারতের এখন ৬৮.৩ শতাংশ পয়েন্ট। ৪৩০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে নেমে এলেন বিরাটরা।
তবে ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার রাস্তা বেশ কঠিন। ভারতের বিরুদ্ধে তাদের পক্ষে ফল হতে হবে ৩-১, ৩-০ বা ৪-০। অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়াও। ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র হলে ফাইনালে চলে যাবেন স্টিভ স্মিথরা। – আজকাল / জি নিউজ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া