adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিওনেল মেসি দশক সেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : নিজের মুকুটে আরেকটি পালক বসালেন লিওনেল মেসি। দশক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক। রোববার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এই ঘোষণা দেয়।

দশক সেরা হতে ক্রিশ্চিয়ানো রোনালদো-নেইমারদের পেছনে ফেলেছেন লিও মেসি। বিশ্বের ১৫০টি দেশে থাকা আইএফএফএইচএ’র সদস্যরা ভোটের মাধ্যমে মেসিকে সেরা নির্বাচিত করেছেন।
ইউরোপ তথা উয়েফা অঞ্চল থেকে দশক সেরা নির্বাচিত হয়েছেন পর্তুগাল ও জুভেন্টাসের মহাতারকা রোনালদো। অন্যদিকে বিশ্ব সেরাসহ লাটিন আমেরিকা তথা কনমেবল অঞ্চলেও সেরা হয়েছেন ৩৩ বছর বয়সী মেসি। গেল দশ বছরে ছয়টি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে, দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি ব্যালন ডি’ অর পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুমে তেমন একটা সুবিধা করতে পারছেন বার্সা দলনায়ক। তবু কাতালানদের জার্সিতে ২৬ ম্যাচে ১৭টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।
একনজরে আইএফএফএইচএ’র দশক সেরা ১০ খেলোয়াড়
১. লিওনেল মেসি
২. ক্রিশ্চিয়ানো রোনালদো
৩. আন্দ্রে ইনিয়েস্তা
৪. নেইমার
৫. সার্জিও রামোস
৬. ম্যানুয়েল ন্যুয়ার
৭. রর্বাত লেওনাডোস্কি
৮. জিয়ানলুইজি বুফন
৯. জ্লাতান ইব্রাহিমোভিচ
১০. লুকা মদ্রিচ
সূত্র- মার্কা / গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া