adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৫

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৫ জন।

দেশে সংক্রমণ শুরু হওয়ার পরে বর্তমানে দৈনিক আক্রান্ত রোগীর হার ২.৭৯ শতাংশে নেমে এসেছে।

কোভিড-১৯ মহামারির প্রতিদিনের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮ হাজার ১৮২ জন করোনা রোগী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৩৫ জন শনাক্ত হয়েছেন, যা এপ্রিলের পর সবচেয়ে কম। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।

আর এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া