adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আগামী গ্রীষ্মে ‘রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এমবাপ্পে’

স্পোর্টস ডেস্ক : আসছে গ্রীষ্মে লিওনেল মেসি বার্সেলোনায় থাকবেন, না নতুন ঠিকানা বেছে নিবেন, ফুটবলে এখন এটিই সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিছুদিন ধরেই আর্জেন্টাইন তারকার ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দেওয়ার সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনা চলছে।

গুঞ্জন রয়েছে, মেসিকে দলে টানার ব্যাপারটি চূড়ান্ত করতে নেইমারের সঙ্গে চুক্তি ৪ বছর বাড়াতে যাচ্ছে পিএসজি।

এদিকে ব্রাজিলিয়ান তারকা আবার কিলিয়ান এমবাপ্পেকেও সামনের সময়গুলোতে পাশে চাইছেন। তা ফরাসি তরুণ কি ভাবছেন? এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয় নানা সময়ে আলোচনায় এসেছে। তার দিকে নজর রয়েছে রিয়াল মাদ্রিদের। পিএসজিতে এমবাপ্পের সদ্য সাবেক হয়ে যাওয়া সতীর্থ জেসে রদ্রিগেজ বলছেন, এমবাপ্পে মনেপ্রাণে চান স্পেনের ক্লাবটিতে যোগ দিতে।

পিএসজির সঙ্গে চুক্তি শেষে সদ্যই লাস পালমাসে যোগ দিয়েছেন জেসে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আশা করছেন, এমবাপ্পেও স্পেনে খেলবেন। সে সত্যিই চায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে। রেডিও মার্কাকে বলেন জেসে। এমবাপ্পের সব সময়ের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো বলেও মন্তব্য করেন জেসে। কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘সে (এমবাপ্পে) রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, আমি নিশ্চিত সে একদিন সেখানে খেলবে। – মার্কা / দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া