adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক শাসন ফিরিয়ে দিন: মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে জি-৭

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে রাজনৈতিক শাসন ফিরিয়ে আনার জন্য সেনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭।

সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা আজ (বুধবার) মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে একটি যৌথ বিবৃতিতে সই করেছেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ওই বিবৃতিতে সই করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রতিনিধি।

তারা এ বিবৃতিতে মিয়ানমারের রাষ্ট্রীয় জরুরি অবস্থার অবসান ঘটানোর জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতা ও সিভিল সোসাইটির কর্মীদের আটকের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিন। পাশাপাশি অন্যায়ভাবে আটক সমস্ত ব্যক্তিকে মুক্তি দিতে হবে এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতি সম্মান দেখাতে হবে। -পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া