adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্সেনাল ছেড়ে তুরস্কের দলে জার্মান ফুটবলার মেসুত ওজিল

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা এলো আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। এক বিবৃতিতে রোববার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

আর্সেনালে মৌসুমের শুরু থেকেই দলের বাইরে ছিলেন ওজিল। গত সপ্তাহে ফেনেরবাচ ঘোষণা দেয়, তারা ওজিলকে দলে টানার চেষ্টা করছে। বিশ্বকাপজয়ী ৩২ বছর বয়সী এই ফুটবলার গত মার্চের পর থেকে লন্ডনের দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি। দলটিতে তিনি ছিলেন সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলারদের একজন।

রিয়াল মাদ্রিদ থেকে ২০১৩ সালে ক্লাব রেকর্ড চার কোটি ২০ লাখ পাউন্ডে ওজিলকে দলে টেনেছিল আর্সেনাল। ওই মৌসুমেই আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে এফএ কাপ জিতে দীর্ঘদিনের শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিল দলটি, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওজিল। সব মিলে দলটির হয়ে তিনবার এফএ কাপ জেতেন তিনি।

তবে ভেঙ্গারের উত্তরসূরি উনাই এমেরি এবং এরপর বর্তমান কোচ মিকেল আর্তেতার দলে উপেক্ষিতই ছিলেন ওজিল। দলটির হয়ে ২৫৪ ম্যাচে ৪৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৭১টি করিয়েছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া