adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির পর এবার রোনালদো সৌদি আরবের ৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন

স্পোর্টস ডেস্ক : সৌদি আরব সরকারের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হননি পর্তুগাল তথা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনারদো। সৌদিতে মানবাধিকার একেবারেই তলানিতে বলে প্রায় ৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। বার্সেলোনার তারকা লিওনেল মেসিকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। তিনিও তা একই কারণে অগ্রাহ্য করেন।

চলতি সপ্তাহের শুরুতেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। অপরদিকে মেসিও ষষ্ঠবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন। তাদের ব্যবহার করেই সৌদি আরব সরকার পর্যটনশিল্পকে চাঙ্গা করার পরিকল্পনা করেছিল। ‘ভিজিট সৌদি’ নাম দিয়ে ইতোমধ্যেই একটি প্রচার শুরু করেছে সৌদি সরকার। তার মূল লক্ষ্যই হচ্ছে, বিদেশি পর্যটকদের দেশে নিয়ে আসা ও দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া।

মানবাধিকারের অভাব রয়েছে বলে সৌদি আরবের দীর্ঘদিনের বদনাম। সেই বদনাম ঘোচানোর জন্যই রোনালদো ও মেসির মতো তারকাদের তারা ব্যবহার করতে চাইছিল। এমনকি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরতে চায় সৌদি। কিন্তু রোনালদো প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেলো। সূত্র: জি-নিউজ / আরটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া