adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী – ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে

নিজস্ব প্রতিবেদক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে আসবে শিগগিরই। ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিনের প্রথম লট চলে আসবে। পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজার; তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহারসরূপ দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনও সময় চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনারভাইরাসের শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এজন্য সবাই কাজ করছে।

প্রত্যেক সাংবাদিক ভ্যাকসিন পাবে জানিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাংবাদিকরাও অনেক কাজ করছেন, ঢাকায় যারা আছেন, তারা দ্রুত ভ্যাকসিন পাবেন। পর্যায়ক্রমে জেলা পর্যায়ের সব সাংবাদিকরাও পাবেন।

তিনি আরও বলেন, করোনায় অসংখ্য চিকিৎসক-নার্সের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। সর্বশেষ বরেণ্য সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন। শুরুর দিকে সাংবাদিক হুমায়ুন কবির মারা যান। সবার আত্মার মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া