adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিত শর্মার উপর ভীষণ ক্ষেপে গেলেন সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনের গাব্বাতে ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মার আউট হওয়ার ধরণ দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভাস্কার। রোহিতের উপর রাগ দেখালেন তিনি। ৪৪ রানের মাথায় নাথান লিঁওকে মারতে গিয়ে আউট হন রোহিত।

হিট ম্যানের -এর শট নির্বাচন দেখে উষ্মা প্রকাশ করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। গাভাস্কার বলেছেন, রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারের থেকে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন শট একেবারেই মেনে নেওয়া যায় না। মাত্র ২ বল আগেই বাউন্ডারি মেরেছিল রোহিত। ওকে বুঝতে হবে এটা টেস্ট ক্রিকেট।

রোহিতের শট নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকরও। রোহিতের আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন আরেক ওপেনার শুভমান গিল। গাভাস্কার জানিয়েছেন, সেই সময় রোহিতের আরও সতর্ক হয়ে খেলার প্রয়োজন ছিল। দিনের শেষে যদি রোহিত ক্রিজে থাকলে দ্বিতীয় দিনে অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকত ভারতীয় দল। এমনই মনে করেন গাভাস্কার। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিবিঘিœত। দুউইকেট হারিয়ে ভারত ৬২ রান তুলেছে। রোহিত থাকলে তৃতীয় দিনে সুবিধাজনক জায়গায় থাকতে পারতো ভারত। – জি নিউজ/ ইন্ডিয়ান এক্সপ্রেস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া