adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলা ছেড়ে এবার বোলিং কোচ উমর গুল

স্পোর্টস ডেস্ক : এই তো গত বছর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ দিয়ে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন পেসার উমর গুল। যদিও ক্রিকেটের বাইশ গজ ছাড়ার পর সেই ক্রিকেটের সঙ্গেই থাকতে হচ্ছে তাকে।

এবার তাকে দেখা যাবে কোচের ভূমিকায়। নতুন এই ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল। পিএসএলের ষষ্ঠ আসরে সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের স্থলাভিষিক্ত হচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উমর গুল।

দলে উমর গুলের অন্তর্ভুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত কোয়টার মালিক নাদিম ওমর। এ নিয়ে নাদিম বলেন, উমর গুল দারুণ একজন ক্রিকেটার ছিলেন। তার হাত ধরে বিশ্বকাপ জিতেছি আমরা। এবার সেই অভিজ্ঞতা বিলিয়ে দেবার পালা। তার অধীনে মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ এবং উসমান শিনওয়ারির মতো উঠতি বোলাররা উপকৃত হবে।

তিনি আরও বলেন, ‘তিনি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করে গেছেন বেশ লম্বা সময়। তাই উনিই আমাদের তালিকায় সবার উপরে ছিলেন। আমাদের প্রাক্তন কোচ আব্দুর রাজ্জাককেও ধন্যবাদ জানাই এত বছর আমাদের সঙ্গে থাকার জন্য। পাকিস্তান সুপার লিগে কোয়াটার প্রধান কোচের দায়িত্বে আছেন মঈন খান। উমর গুল পাকিস্তানের হয়ে টেস্টে ৪৭ ম্যাচে ১৬৩, ওয়ানডে ১৩০ ম্যাচে ১৭৯ ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে নেন ৮৫টি উইকেট। -ক্রিকইনফো/ ক্রিকবাজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া