adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে নতুন ব্যবহারবিধি, থাকছে না ‘লাইক’ বাটন

ডেস্ক রিপাের্ট : বিশ্বের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুনরূপে তৈরি হচ্ছে। ফেসবুকের নতুন ব্যবহার সুবিধায় পাবলিক পেজে লাইক দেওয়ার কোনো বাটন থাকবে না। বুধবার (৬ জানুয়ারি) এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেভাবে বিভিন্ন তারকা, শিল্পী, অভিনেত্রী, ব্যবসায়ীক পেজে লাইক দেওয়ার মাধ্যমে তাদের পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, ফেসবুক নতুন করে সাজানোর পর সেই সুযোগ থাকছে না আর। তবে এমন অবস্থায় যিনি যে পেজের ফলোয়ার তিনি সেই পেজে লাইক দেওয়া না থাকার পরও সেই পেজের নিয়মিত হালনাগাদ তথ্য পাবেন।

এখন থেকে শুধুমাত্র ফেসবুকের পাবলিক পেজে কেবলমাত্র ফলোয়ার সংখ্যা দেখতে পারবেন ব্যবহারকারীরা। সকলেই নিউজ ফিডে নিজের মতামত জানাতে পারবেন। আর তারকারা সেখানেই যোগাযোগ করতে পারবেন ভক্তদের সঙ্গে।

ফেসবুক কর্তৃপক্ষ নতুন এ ব্যবহারবিধি নিয়ে বলছে, লাইক বাটন সরিয়ে দিচ্ছি আমরা। ফলোয়ারদের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা যেন প্রিয় পেজগুলোর সঙ্গে আরও দ্রুত এবং সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন সেই উদ্দেশ্যে এমন পরিবর্তন আনা হচ্ছে।
সূত্র: রয়টার্স

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া