adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা আক্রান্ত ক্রিকেটার, স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে তাকে ওয়ানডে স্কোয়াড থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলার কিওন হার্ডিং।ৃ

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড স্কোয়াডে এ পরিবর্তনের খবর জানায়। বদলি হিসেবে ডাক পাওয়া কিওন হার্ডিং গত বছর ইংল্যান্ড সফরে দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন। যদিও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার।

২৪ বছর বয়সী হার্ডিং এখন পর্যন্ত খেলেছেন ১৭টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ, ২০টি লিস্ট এ ম্যাচ এবং একটি টি-২০। প্রথম শ্রেণির ক্রিকেটে এবং লিস্ট এ ক্রিকেটে যথাক্রমে ৫৪ ও ৩৪ টি উইকেট রয়েছে তার।

১০ জানুয়ারি বাংলাদেশ এসে কোয়ারেন্টিন পালন শেষে অনুশীলন শুরু করবে ক্যারিবীয়রা। ২০ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ, তিন ম্যাচ সিরিজের বাকি ম্যাচ দুটি ২২, ২৩ ও ২৫ জানুয়ারি। টেস্ট ম্যাচ দুটি শুরু হবে ৩ ও ১১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম ও ঢাকায়। – ক্রিকটাইম/ ডব্লিই আই সি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া