adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকাদান কর্মসূচীর মাঝেই যুক্তরাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার প্রথম প্রহর থেকে শুরু হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এ চলবে। থবর বিবিসি’র।

সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণ দিয়েছেন বরিস। এসময় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এবার আমাদের হাসপাতালগুলোর উপর সবচেয়ে বেশি চাপ পড়ছে। বিশ্বের অনেক দেশই সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভাইরাস মোকাবিলায় আমাদেরও একসঙ্গে কাজ করতে হবে। তাই এবার কড়া লকডাউন করা হচ্ছে। যাতে এই নতুন ভাইরাস স্ট্রেনটি নিয়ন্ত্রণে রাখা যায়। সরকারের পক্ষ থেকে আবারও সবাইকে নিজ বাসস্থানে থাকর আহ্বান জানাচ্ছি।’

এদিকে আগামী মার্চের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই বললেই চলে, কবে খুলছে স্কুল-কলেজ সেটিরও কোনও ধারণা দেননি ব্রিটেন সরকার প্রধান।
বরিস জনসন বলেন, ‘যদি করোনায় মৃত্যুর হার কমে আসতে শুরু করে, টিকা ঠিক মতো কাজ করে, তাহলেই স্কুল খোলার সিদ্ধান্ত আসবে।’
কোভিডে বিশ্বব্যাপি প্রাণহানী ছাড়িয়েছে ১৮ লাখ ৬০ হাজার। আক্রান্ত আট কোটি ৬১ লাখের বেশি। ইংল্যান্ডে মোট আক্রান্ত ২৭ লাখ ১৩ হাজার সাড়ে পাঁচশ’র বেশি। মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৪৩১ জনের। – বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া