adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে শ্মশানের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে শ্মশানের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে গাজিয়াবাদ জেলার মুরাদনগরে শ্মশানে বিশ্রামস্থলে আশ্রয় নিলে ছাদ ভেঙে পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।

রোববারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এরইমধ্যে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে গণমাধ্যম। তাই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, এক ব্যক্তির মরদেহ পোড়ানো হচ্ছিল। এমন সময় বৃষ্টি শুরু হলে পরিবার ও আত্মীয়রা বিশ্রামস্থলে আশ্রয় নেয়। ঠিক তখনই ছাদ ধসে পড়ে।
হতাহতের উদ্ধারকাজের জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে ডাকা হয়। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন। মুখ্যমন্ত্রী পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া