adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অমিতাভকে ‘স্যারজি’ না বলায় সেট থেকে বের করে দেয়া হয়, আমৃত্যু বেদনা কাদেরের

বিনােদন ডেস্ক : বলিউড অভিনেতা কাদের খান তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়া ২৫০-র বেশি ফিল্মের জন্য ডায়ালগ লিখেছিলেন তিনি।
অভিনয় ও কলম হাতে সবখানেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন কাদের খান।
বহুমুখী প্রতিভার মানুষকে একবার ফিল্ম থেকে বার করে দেয়া হয়েছিল শুধুমাত্র প্রায় সমসাময়িক আর এক অভিনেতাকে ‘স্যরজি’ না বলার জন্য!
কানাডার একটি হাসপাতালে মৃত্যু হয় কাদের খানের। সেটি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর । মৃত্যুর পর তার পুরোনো এক সাক্ষাৎকার খুব সাড়া জাগিয়েছিল।
ওই ভিডিও সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কাদের।
তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব কেন ‘তিতকুটে’ হয়ে গিয়েছিল ভিডিও দেখলেই জানা যায়।
বলিউডে অমিতাভের জনপ্রিয়তা পাওয়ার আগে থেকেই দু’জনের বন্ধুত্ব। তখন থেকেই অমিতাভকে ‘অমিত’ বলে ডাকতেন কাদের।
একটি ছবির শুটিং-এর সময়ের অভিজ্ঞতা শেয়ার করে কাদের বলেছিলেন, ‘‘এক প্রযোজক আমাকে জিজ্ঞাসা করেন স্যারজির সঙ্গে আমার দেখা হয়েছে কি না।’’
প্রযোজক যে অমিতাভকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন তা কাদের বুঝতে পারেননি। তখন পাশ দিয়ে অমিতাভ যাচ্ছিলেন। প্রযোজক অমিতাভকে দেখিয়ে বলেন, ‘‘ওই যে লম্বা লোকটা। গোটা বলি ইন্ডাস্ট্রি তাকে স্যারজি বলেই ডাকে।’’
এটা শুনে হেসে ফেলেছিলেন কাদের। ঘনিষ্ঠ বন্ধু তথা ভাইকে ‘স্যারজি’ কোনোভাবেই বলা সম্ভব না, সাফ জানিয়ে দেন তিনি।
তখন নাকি আশেপাশে সবাই অবাক হয়েছিলেন কাদেরের কথায়। কথাটা নাকি অমিতাভের কানেও পৌঁছায়। আর এরপরই কাদেরের কাজ বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নহা সেট থেকেও নাকি বের করে দেয়া হয় তাকে।
এদিকে কাদের খানের মৃত্যুর পর সৌজন্য বজায় রেখে টুইটে তার প্রতি সম্মান জানিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, ‘কাদের খান চলে গেলেন। খুবই দুঃখের খবর। ফিল্মি দুনিয়ার সব থেকে প্রতিভাবান অভিনেতা। আমার বহু সফল ছবির লেখক। সঙ্গে একজন গণিতবিদও।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া