adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার সিটি ও ম্যানইউর থমকে থাকা ম্যাচ জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত থাকার কারণে প্রিমিয়ার লিগে ছেড়ে আসা ম্যাচ এবার খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
কোভিড মহামারীর কারণে গত মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতা শেষ হয় অগাস্টে। ম্যানচেস্টারের দল দুটি প্রতিযোগিতার নকআউট পর্বে খেলায় প্রিমিয়ার লিগে তাদের প্রথম রাউন্ডের খেলা স্থগিত রাখা হয়। সেপ্টম্বরের সেই ম্যাচ জানুয়ারিতে খেলবে তারা।
লিগ কতৃপক্ষ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জানায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড আগামী ১২ জানুয়ারি খেলবে বার্নলির মাঠে। ২০ জানুয়ারি ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।
ঠাসা সূচির মধ্যেই পড়েছে তাদের ম্যাচ। আগামী ৬ জানুয়ারি লিগ কাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী। ওই সপ্তাহের শেষ দিকে তারা শুরু করবে এফএ কাপের লড়াই। দলে করোনাভাইরাস হানা দেওয়ায় গত সোমবার (২৮ ডিসেম্বর) এভারটনের বিপক্ষে সিটির লিগ ম্যাচটি স্থগিত হয়ে যায়। ফলে সিটির হাতে এখন দুটি ম্যাচ। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে পেপ গার্দিওলার দলটি। আগামী রোববার (৩ জানুয়ারি) তাদের প্রতিপক্ষ চেলসি। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া ইউনাইটেড শনিবার ঘরের মাঠে খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। – গোল ডটকম / বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া