adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হৃদয় দিয়ে খেলছে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারে, বললনে শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এই দল নিয়েই সিরিজ জিততে পারে।

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদারের অনুষ্ঠান ‘স্পোর্টস টুডে’-তে শোয়েব বলেন, রাহানের নেতৃত্বে ভারত যে সক্ষমতা দেখিয়েছে, তা অসাধারণ। তিনি মনে করেন, এই দল নিয়েই ভারত অস্ট্রেলিয়াকে বাকি ম্যাচগুলোয় হারিয়ে দিতে পারে।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, মোহাম্মদ শামি ও রোহিত শর্মাদের মতো তারকাদের ছাড়াই দ্বিতীয় টেস্টে খেলতে নামে ভারত। তবু রাহানের নেতৃত্বে অজিদের সহজেই হারায় তারা। ভারতের এমন দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত শোয়েব আখতার।

শোয়েব বলেন, সবচেয়ে ভাল দিকটা ছিল যে, তারা হৃদয় দিয়ে খেলেছে। দলে তিনজন তারকা খেলোয়াড় ছিল না। কিন্তু এতে কোনো সমস্যাই হয়নি। রাহানে নীরবেই দলটাকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার সাফল্যই এখন তার পক্ষে জোরে কথা বলছে। সবাই যেমন বলে, নীরবে পরিশ্রম করো এবং সাফল্যকেই তোমার হয়ে কথা বলতে দাও। এর আগে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ায় ভারতের তীব্র সমালোচনা করেছিলেন শোয়েব। – স্পোর্টস টুডে/ ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া