adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে স্মিথ, ওয়ানডেতে কোহলি ও টি-টোয়েন্টিতে রশিদ আইসিসির দশক সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : টেস্টে স্টিভ স্মিথ, ওয়ানডেতে বিরাট কোহলি ও টি-টোয়েন্টি রশিদ খান হয়েছেন আইসিসির দশক সেরা ক্রিকেটার।
এক দশকে সাদা পোশাকে ৭ হাজার ৪০ রান তুলেছেন অস্ট্রেলিয়ান তারকা স্মিথ। ৬৫.৭৯ গড়ে ২৬টি শতক ও ২৮টি অর্ধশতক করেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

গেল দশকে ৫০ ওভারের ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান তুলতে পেরেছেন কোহলি। ভারতের অধিনায়কের ব্যাট থেকে ৩৯টি শতক ও ৪৮টি অর্ধশতক এসেছে। গড় ছিল ৬১.৮৩। রয়েছে ১১২টি ক্যাচও।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দশক সেরা হয়েছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনার তুলেছেন ৮৯টি উইকেট। ১২.৬২ গড়ে পাঁচ উইকেট লাভ করেছেন দুই বার। তিনবার তুলেছেন চার উইকেট।

এদিকে আইসিসির দশক সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন বিরাট। স্যার গ্যারফিল্ড সোর্বাস অ্যাওয়ার্ড খ্যাত পুরস্কার জেতার আগে ২০ হাজার ৩৯৬ রান তুলেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। সর্বোচ্চ ৬৬টি শতক ও ৯৪টি অর্ধশতক করেছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা।

অন্যদিকে নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। ছোট ফরম্যাটে ১ হাজার ১৫৫ রান ও ৮৯ উইকেট তুলেছেন তিনি। ওয়াডেতে ২ হাজার ৬২১ রান ও ৯৮ উইকেট তুলেছেন এই পেস অলরাউন্ডার। দুই ফরম্যাটে ৪ হাজার ৩৪৯ রান, ২১৩ উইকেট, চারবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০১৩ সালে নারী বিশ্বকাপ জয়ের কৃর্তি রয়েছে পেরির নামের সঙ্গে। তাই দশক সেরা নারী ক্রিকেটারও হয়েছেন তিনি। – আইসিসি ওয়েবসাইট/ আরটিভি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া