adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লাগামহীন করোনাভাইরাসে মৃত্যুযাত্রায় ৩ লাখ ৪০ হাজার মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক : লাগামহীন প্রাণঘাতি করোনায় লাশের পাহাড় জমেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে মৃত্যুযাত্রায় যোগ হয়েছে আরও ১৪শ’ মানুষ। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। আজও দেড় লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৪ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে বরাবরের মতো পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬০ হাজার ৬০৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০৮ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৩৯ হাজার ৯২১ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৫০১ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২১ লাখ ২৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ২১৮ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭২ হাজার প্রায়। যেখানে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১২৯ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ২১ হাজার ১৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৯ লাখ ৫৪ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৭ হাজার ২৩২ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৯ লাখ ৩৪ হাজারের অধিক। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ২২৪ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৬৮৫ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৫১ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৪ লাখ ৬৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৭৪৭ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।এল আর বাদল : আরব আমিরাতের হিজাবি ক্রীড়াবিদ শীর্ষ ৩০ নারী নেত্রীর তালিকায় ( ছবি ও নিউজ নতুন মেইলে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া