adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের সাবেক পেস বোলার চেতন শর্মাকে দল নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি।
এ ছাড়া দুই সাবেক পেসার আবে কুরুভিল্লা ও দেবাশিস মোহান্তি যুক্ত হয়েছেন পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে। প্যানেলে আছেন সুনীল যোশী ও হরবিন্দর সিং।

কাকতালীয় ভাবে এই পাঁচজন সাবেক ক্রিকেটারই বোলার। চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে খেলেছেন। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব তার।

১৯৮৩ সালে মাত্র ১৭ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় চেতন শর্মার। এক বছর বাদে তিনি টেস্টে সুযোগ পান। বিসিসিআই সংবিধান অনুযায়ী, সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারই হন নির্বাচক কমিটির প্রধান। সে জন্যই পাঁচ জনের মধ্যে এই দায়িত্ব পেলেন চেতন শর্মা।

এবার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন অজিত আগারকার, রণদেব বসুসহ অনেকে। ধারণা করা হয়েছিল ভারতের হয়ে দুই শর বেশি ম্যাচ খেলা আগরকর হবেন নির্বাচকম-লীর প্রধান। কিন্তু মদন লাল, আরপি সিংয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি তাকে নির্বাচক হিসেবে বেছে নেয়নি। এক বছর পর নির্বাচকদের মূল্যায়ন করবে এই কমিটি। – ক্রিকইনফো/ ক্রিকবাজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া