adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোববার থেকে লন্ডনে টিয়ার ফোর বিধিনিষেধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস অতিমারি মোকাবেলায় নতুন করে কড়াকড়ি ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার থেকে রাজধানী লন্ডনসহ দেশটির দক্ষিণ-পূর্ব ও পূর্ব অঞ্চলে টিয়ার ফোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।
পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।
ক্রিসমাস ও নতুন বছরে এবার বাড়ির বাইরে কোনো ধরনের অনুষ্ঠান হচ্ছে না ব্রিটেনে।

বিধিনিষেধে অঞ্চলগুলোর বাসিন্দাদের অবশ্যই বাড়িতে থাকতে হবে। প্রয়োজনীয় নয়- এমন পণ্য সামগ্রী বিক্রিয়কারী দোকানপাট এবং ইনডোর জিম বন্ধ থাকবে। জনসাধারণকে বাসা থেকে কাজ করতে উৎসাহিত করা হয়েছে।
টিয়ার ফোর নিষেধাজ্ঞার অঞ্চলগুলোতে প্রবেশ বা বাহির হওয়া থেকে বিরত থাকতে হবে। যদিও খোলা থাকবে উপাসনালয়।

এই বিধিনিষেধ নভেম্বরে যুক্তরাজ্যে জারিকৃত লকডাউনের মতো হবে বলেছেন বরিস জনসন।
এদিকে বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। ২৮ বা ২৯ ডিসেম্বর ভ্যাকসিনটিকে অনুমোদন দিতে পারে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি। এমন আভাস দিয়েছেন ব্রিটিশ সরকারের সিনিয়র কর্মকর্তারা।

করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো। বিশ্বজুড়ে প্রাণঘাতী কোভিড-নাইনটিনে মৃত্য হয়েছে ১৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষের। আর শনাক্ত হয়েছে ৭ কোটি ৬৬ লাখের অধিক মানুষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া