adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জুনে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ এর কারণে চলতি বছরের বেশ কয়েকটি টুর্নামেন্ট কিংবা সিরিজ স্থগিত হয়েছে। যে তালিকা থেকে বাদ যায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপও। সেই ধারাবাহিতকায় গেল আগস্টে নারীদের ওয়ানডে বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী (এফটিপি) ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া নারীদের বিশ্বকাপ চলার কথা ছিল ৭ মার্চ পর্যন্ত। কিন্তু তা স্থগিত করে ২০২১ এর পরিবর্তে ২০২২ সালে আয়োজনের ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। স্থগিত হওয়া সেই বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি।

৮ দল নিয়ে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের এবারের আয়োজক দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত ইতোমধ্যে বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। আর বাকি তিন দল ওঠে আসবে আইসিসির বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। যা ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে খেলতে হলে আইসিসির বাছাইপর্ব উতরাতে হবে। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বাছাইপর্বে সেরা তিন দলের মধ্যে থাকলেই কেবল নিউজিল্যান্ডের বিমান ধরতে পারবেন সালমা খাতুন-জাহানারা আলমরা।

৪ মার্চ মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপটি। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। ৮ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৩১টি। যা অনুষ্ঠিত হতে দেশটির ৬টি শহরে। শহরগুলো হলো, অকল্যান্ড (ইডেন পার্ক), হ্যামিল্টন (সেডন পার্ক), টৌরাঙ্গা (বে ওভাল), ওয়েলিংটন (বেসিন রিজার্ভ), ক্রাইস্টচার্চ (হ্যাগলি ওভাল), ডানেডিন ( ওভাল বিশ্ববিদ্যালয়)। -ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া