adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রামে ফাতেমা আক্তার মিম নামে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিল হায়দার চাঞ্চল্যকর এই মামলার রায় দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে সাত জন আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত এখনো পলাতক।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি ধর্ষণের পর মিমকে হত্যা করা হয়। ওই দিন আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মিম স্থানীয় রাজা কাশেম কলোনির বাসিন্দা মো. জামালের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ওই ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট এম এ নাসের মামলার সব আসামির মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে ছয়জনই দলবদ্ধ ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামি মিরাজের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উত্পল বড়ুয়া বলেন, ‘যে ফ্ল্যাটে ধর্ষণের ঘটনা ঘটে, সেই ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়ায় থাকত মিরাজ ড্রাইভার। নিজের পরিবারের সদস্যরা চাঁদপুর বেড়াতে যাওয়ার সময় ফ্ল্যাট খালি ছিল। এ সুযোগে সেখানে মীমকে ধর্ষণ করে এরা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া