adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করােনার অব্যাহত তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ১৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : প্রকোপ দেখা দেয়ার এক বছর পূর্ণ হতে এখনও ১৮ দিন বাকি। এরই মধ্যে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা আজ ১৬ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত একদিনে প্রাণ ঝরেছে ১২ হাজারের বেশি। একই সঙ্গে ঊর্ধ্বমুখী সংক্রমণে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্তের সংখ্যা। যা আজ ৭ কোটি ১৪ লাখ অতিক্রম করেছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩ হাজার ৩২৫ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১৪ লাখ ২০ হাজার ৫৮১ জনে। নতুন করে ১২ হাজার ৩৬২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৪২৩ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৮৫ হাজার ৫৩৫ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২ হাজার ৭৬২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৮ লাখ ২৭ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪২ হাজার ৬৬২ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৮ লাখ ৩৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৫ লাখ ৯৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫ হাজার ৮৯৩ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৩ লাখ ৫১ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৭ হাজার ৫৬৭ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৮ লাখ ৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৩ হাজার ৫০৬ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৩ হাজার ৩৮৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ১৭ লাখ ৮০ হাজার ৬৭৩ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯৭৭ জনের।

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৪১ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৭ হাজার ৬২৪ জনের।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১২ লাখ ১৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৩২৬ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শনিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৯৮৬ জনের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া