adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন-হ্যারিস টাইমের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমের দৃষ্টিতে ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। এবারের বিজয়ীদের নাম বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।

জো বাইডেন ও কমলা হ্যারিসের ছবি দিয়ে সবশেষ সংখ্যার প্রচ্ছদ করেছে টাইম। এর সাবটাইটেল দেয়া হয়েছে ‘চেঞ্জিং আমেরিকাস হিস্টোরি’ অর্থাৎ ‘আমেরিকার ইতিহাস বদলাচ্ছে’।

বাইডেন-হ্যারিস ছাড়াও এবছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার দৌঁড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি এবং করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখযোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মীরা। লড়েছেন নভেম্বরের নির্বাচনে হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরাও।

গত ৩ নভেম্বরের নির্বাচনে বেশ বড় ব্যবধানে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের টিকিট পেয়েছেন বাইডেন। তিনি পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট, আর ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি।

পপুলার ভোট অর্থাৎ জনগণের ভোটেও বড় ব্যবধানে রিপাবলিকানদের পেছনে ফেলেছে ডেমোক্র্যাট শিবির। এক্ষেত্রে ট্রাম্পের চেয়ে প্রায় ৭০ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন।

যদিও ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। বরং নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে মামলার পসরা সজিয়ে বসেছেন তিনি। চেষ্টা করছেন ভোটের ফলাফল বদলে দেয়ার। তবে এক্ষেত্রেও খুব একটা সাফল্য দেখা যাচ্ছে না তার।

টাইম ম্যাগাজিন ১৯২৭ সাল থেকে প্রতিবছরই বর্ষসেরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছে। ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্জন ও কাজের জন্যই তাদের সম্মানিত করা হয়। এর আগে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসকে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব দিয়েছে টাইম। কে-পপ সেনসেশন বিটিএস জিতেছে বর্ষসেরা এন্টারটেইনারের সম্মান।

জলবায়ু আন্দোলনকারী কিশোরী গ্রেটা থানবার্গ গতবছর জিতেছিলেন টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া