adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকের দৃষ্টিতে রোনালদো নয়, সেরা অ্যাথলেট গেরেথ বেল

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের অসংখ্য জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও গেরেথ বেল। বর্তমানে স্প্যানিশ দলটির হয়ে কেউই খেলছেন না। খেলার পাশাপাশি রোনালদো-বেল দুজনই নিজেদের ফিটনেসের জন্য বেশ জনপ্রিয়। রিয়ালে দুজনকে খুব কাছ থেকে দেখেছেন ক্লাবের সাবেক চিকিৎসক জেসুস ওলমো। তার মতে রোনালদোর তুলনায় সেরা অ্যাথলেট বেল।

৩৫ বছর বয়সী পর্তুগীজ মহাতারকা মাঠে নামলেই যখন নতুন সব রেকর্ডের মালিক হচ্ছেন তখন তার স্বদেশী এই চিকিৎসক ৩১ বছর বয়সী ওয়েলসের অধিনায়ককে এগিয়ে রাখলেন। দ্য সানে প্রকাশিত এক প্রতিবেদনে জেসুস ওলমো বলেন, আমার দেখা সর্বকালের সেরা অ্যাথলেট বেল। আমি মনে করি বেল এমন একজন ব্যক্তি যিনি যে কোনও খেলায় সুবিধা করতে পারবেন।
ক্রিশ্চিয়ানো তুলনায় বেলকে এগিয়ে রেখে রিয়ালের সাবেক এই চিকিৎসক বলেন, তার স্কিল অসাধারণ। বিশেষ করে টেকনিক্যাল স্কিল। তিনিই একজন ছিলেন প্রতিটি ক্ষেত্রে আমাকে মুগ্ধ করেছিলেন।

তার মতে ওয়েলস ফরোয়ার্ডের সেরা সময়টা মাদ্রিদ সমর্থকরা বেলের সেরা সময়টা দেখতে পারেননি। কারণ ক্যারিয়ারের বিভিন্ন সময় ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা নয় বছর লস ব্লাঙ্কোসদের জার্সিতে মাঠ মাতিয়েছেন পর্তুগিজ মহাতারকা সি আর সেভেন। বর্তমানে খেলছেন জুভেন্টাসে। গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমে ছুঁয়েছেন ৭৫০ গোলের মাইলফলক।

এদিকে ২০১৩ সালে বিশ্ব ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ডে রিয়ালে যোগ দিয়েছিলেন বেল। সাত বছর পর লোনে আবারও ফিরে গেছেন পুরাতন দলে। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে এলএএসকের বিপক্ষে জয় পেয়েছে হটসপার। ওই ম্যাচে ক্যারিয়ারের ২০০তম গোল পেয়েছেন বেল।- দ্য সান/ আরটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া