adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে করােনাভাইরাসে আরও ১২শ’ মার্কিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতি করোনার অব্যাহত তাণ্ডবে নতুন করে আরও ১২শ’ মার্কিনির প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে আজ। একইসঙ্গে আরও প্রায় দেড় লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৭২ হাজার ২৫৪ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৮০ লাখ ৪১ হাজার ২৩৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪২ হাজার প্রায়। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৯১৮ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ২ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ১৩১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ৪৪২ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৭ লাখ ১৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৮৩৮ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৭২ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৪৭৩ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ৪২৪ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ৩৭ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ১১৩ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া