adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু বঙ্গবন্ধু নয়, আমার বাবার নামের ভাস্কর্যও টেনেহিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী

ডেস্ক রিপাের্ট : ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে তা টেনেহিঁচড়ে ফেলে দেয়ার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। বলেছেন, তার বাবার নামে কেউ ভাস্কর্য তৈরি করলেও তিনি সেটা করবেন।

শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে আল আমিন সংস্থার আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বঙ্গবন্ধুর নামে নির্মিত ভাস্কর্যের দিকে ইঙ্গিত করে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না। যারা ভাস্কর্য তৈরি করবে, টেনেহিঁচড়ে ফেলে দেয়া হবে। আমার বাবার নামেও যদি কেউ ভাস্কর্য তৈরি করে, টেনেহিঁচড়ে ফেলে দেব।’

বাবুনগরী বলেন, ‘বর্তমান পুরো বিশ্বে আস্তিক আর নাস্তিকের লড়াই চলছে। আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো লড়াই নেই, শুক্রবারের জুমার নামাজে তারাও পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে। আওয়ামী লীগ ও বিএনপির পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন হয়, মুসলমান হিসেবে সবাই ভাই ভাই। কিন্তু আস্তিক আর নাস্তিক কখনো এক হতে পারে না।’

হেফাজত আমির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে। প্রধানমন্ত্রীর এ কথার সঙ্গে সহমত পোষণ করছি। আমরাও চাই মদিনার সনদে দেশ চলুক।’

মাহফিলে প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। কিন্তু ছাত্রলীগ প্রতিহত করবে এমন ঘোষণার পর বিশৃঙ্খল পরিস্থিতির কথা চিন্তা করে তিনি সেখানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে বাবুনগরী বলেন, ‘আমরা শান্তি চাই। সংঘাত চাই না। মামুনুল হকও সমাবেশে আসতে আগ্রহী ছিলেন না। আমরা তাকে আনতে আগ্রহী নই। কিন্তু তারপরও কিছু কুচক্রী হাটহাজারী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ ও অশ্লীল স্লোগান দিয়েছে। এটি একজন আলেমের সঙ্গে বেয়াদবি।’ এ সময় তিনি শুক্রবার বায়তুল মোকাররমে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হেফাজতের কর্মীদের মুক্তি দাবি করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া