adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে আশরাফুল, টি-টোয়েন্টি কাপে আমি নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে খেলার সুযোগ পাননি মোহম্মদ আশরাফুল। এবার দেশি ক্রিকেটার নিয়ে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টির আসর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

২০২০ সালের বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গিয়েছিল ২০১৯ সালেই। কোনো দলই আশরাফুলকে নেয়নি। সেই থেকেই হয়তো আরও জেদ চেপে বসেছিল। ২০১৯ সালের নভেম্বর থেকে কঠোর পরিশ্রম শুরু করেন। প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছিলেন তারপরে। এ বছরে কোভিড-১৯ এর জন্য সব ওলট-পালট হয়ে গেলেও জুলাই মাসেই অনুশীলনে ফিরেছিলেন আশরাফুল। নিজ উদ্যোগে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। সাথে রেখেছিলেন কোচ সারোয়ার ইমরানকে।

ফেসবুক লাইভের এক বিশেষ আয়োজনে আশরাফুল বলেন, কুরবানি ঈদের আগে থেকেই অনুশীলন শুরু করেছিলাম প্রিমিয়ার লিগ আয়োজন হতে পারে শুনে। তারপর প্রেসিডেন্ট কাপ হলো কিন্তু সুযোগ হলো না। এবার মিনিস্টার রাজশাহীতে সুযোগ পেলাম। গত দুই-তিন দিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম যেন যখন খেলা শুরু হবে আমি একদম প্রস্তুত থাকি। সুযোগটা কাজে লাগাতে পারি।

এইজন্য গত আড়াই মাস ধরেই স্কিল, ফিটনেস ট্রেনিং করেছি। আমার মনে হয়েছিল অনুশীলনের সময় একজন কোচ থাকলে ভালো হবে, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন। এইসময়টা সারোয়ার ইমরান স্যার আমাকে অনেক সহায়তা করেছেন।
তিনি আরও যোগ করেন, এক দেড়মাস অনুশীলনের পরে ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখলাম। প্রথমে শ্যামলী মাঠে ম্যাচ খেললাম। তারপর কেরানিগঞ্জে একটা স্টেডিয়ামে খেললাম। ওটাই ভালো মনে হলো, একদম উপযুক্ত মাঠ। ২টা তিন দিনের ম্যাচ ও ১০-১২টা টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফিটনেস, স্কিল সব মিলিয়ে এখন আমি পুরো প্রস্তুত।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহী দলে যোগ দেওয়া সম্পর্কে তিনি জানান, ২০ তারিখে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে হয়তো ২১ তারিখে আমরা দলের সাথে হোটেলে উঠে পড়ব। ২৪ তারিখ থেকেই তো আমাদের খেলা শুরু। – ক্রিকটাইম/ ফেসবুক

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া