adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একটি বট গাছের মৃত্যু

বিনােদন ডেস্ক : তিনি নিজেই একজন ইনস্টিটিউশন। বিশাল একটা বট গাছ। যার প্রত্যেক শাখা থেকে ঝরে পরছে শিক্ষা, মেধা এবং অকল্পনীয় ঐতিহ্য। সেই ঐতিহ্যের হাত ধরে শিক্ষা নিয়েছেন অনেকে। সত্যিই তাই- বাঙালির অহংকার সৌমিত্র চট্টোপাধ্যায়।

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। তবে চোখের আড়ালে চলে গেলেও তাঁর জীবন ও অভিনয় থেকে যাবে বাঙালির সংস্কৃতির প্রবহমানতার ইতিহাসে।

সৌমিত্র একই সঙ্গে অভিনেতা, নট ও নাট্যকার, বাচিক শিল্পী এবং কবি। তাঁর দীর্ঘ শিল্পী জীবনে তাঁকে বহু পরিচালকের সঙ্গে কাজ করতে হয়েছে। সেই সত্যজিৎ থেকে সৃজিত। সৃজিত এই সময়ের এক প্রতিভাবান পরিচালক। তাঁর সঙ্গে একটি সিনেমাতেই কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাই সৃজিত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জানিয়েছেন তাঁর অনুভূতি।

সৃজিত বলেন, ‘তাঁকে নিয়ে আলাদা করে কী বলব! উনি একজন ইনস্টিটিউশন। বিশাল একটা বট গাছের মতো। যার প্রত্যেক শাখা থেকে ঝরে পরছে শিক্ষা, মেধা এবং অকল্পনীয় ঐতিহ্য। সেই ঐতিহ্যের হাত ধরে আমাদের শিক্ষা।’

তিনি আরও বলেন, ‘তাঁর সঙ্গে আমি একটাই সিনেমা করেছি ‘হেমলক সোসাইটি’। ওইটুকু সময়ের মধ্যেও যতটা শেখা যায় ততটা শেখার চেষ্টা করেছি। তাঁকে নিয়ে বলার মতো আমার সত্যিই কোনও যোগ্যতা নেই।’

সৌমিত্রর দীর্ঘ অভিনয় জীবনকে মনে রেখে কথা প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, তাঁর বিচারে সৌমিত্রর সেরা পাঁচটি সিনেমার কথা। সেগুলো হল- ‘অপুর সংসার’, ‘চারুলতা’, ‘বাক্সবদল’, ‘অপরিচিত’, ‘তিনভুবনের পারে’।
সূত্র : জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া