adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের মাঠেই জয় পেলো না আর্জেন্টিনা, রুখে দিল প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক : নিজ দেশের মাঠেই যেনো ছন্দ হারিয়ে ফেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ জয়ের ধারাবাহিকতা নিজের মাঠে ধরে রাখতে পারলো না লিওনেল মেসিরা। খেলার শুরুতেই ছন্দহীনতা ছিলো। তবে দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেললেও কাজের কাজটি করতে পারেনি আর্জেন্টিনা। জয় সূচক গোলের দেখা পেলোনা তারা।
শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই জয়ের পর ঘরের মাঠে পয়েন্ট হারাল কোচ লিওনেল স্কালোনির দল।

বুয়েন্স আইরেসের আলবের্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। আনহেল রোমেরোর গোলে আর্জেন্টিনার পিছিয়ে পড়ার পর সমতা টানেন নিকোলাস গনসালেস।

একুয়েডরকে হারিয়ে কাতার বিশ্বকাপের বাছাই শুরুর পর বলিভিয়ার মাঠে জিতেছিল আর্জেন্টিনা। আর পেরুর বিপক্ষে ঘরের মাঠে ড্রয়ে শুরু করা প্যারগুয়ে দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মাঠে জিতেছিল।
অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক শুরু করে প্যারাগুয়ে। যদিও তাদের আক্রমণে ছিল না তেমন ধার। ধীরে ধীরে গুছিয়ে উঠে পাল্টা আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। কিন্তু তারাও পারছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে।

এর মাঝে ২১তম মিনিটে রোমেরোর সফল স্পট কিকে এগিয়ে যায় প্যারাগুয়ে। নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন বাঁ দিক থেকে ড্রিবল করে ডি-বক্সে ঢোকার পর তাকে ডিফেন্ডার লুকাস মার্তিনেস ফাউল করলে পেনাল্টিটি পায় সফরকারীরা। আর্জেন্টিনা ৪১তম মিনিটে সমতায় ফেরে। লো সেলসোর কর্নারে দারুণ হেডে বল জালে পাঠান গনসালেস।

শেষ দিকে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়া প্যারাগুয়ের ওপর আরও চাপ বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেননি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে হোঁচট খেলেও তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে একুয়েডর। আর ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে প্যারাগুয়ে। পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে স্বাগতিক পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই দিনে ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে প্যারাগুয়ে। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া