adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফিনল্যান্ডের চমক

স্পোর্টস ডেস্ক : একেবারেই অবিশ্বাস্য, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে কম শক্তির দল ফিনল্যান্ডের তা-ব, পরে জয় নিয়ে ফেরা। খেলা না দেখলে বিশ্বাসযোগ্য হবে না কারো কাছেই। এক কথায় নিজেদের রক্ষণভাগ জমাট রেখে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে ফিনল্যান্ড চমকে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের।

প্যারিসে বুধবার রাতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে ফিনল্যান্ড। প্রথমার্ধে গোল দুটি করেন দুই অভিষিক্ত মার্কাস ফ্রস ও ওননি ভালাকারি। ফ্রান্সের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।
ফিনল্যান্ডের বিপক্ষে আগের আট ম্যাচেই জিতেছিল ফ্রান্স। এবার পেল উল্টো স্বাদ। বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে বেশ এগিয়ে থাকলেও ভাঙতে পারেনি ফিনিশদের রক্ষণভাগ।

খেলার ধারার বিপরীতে ২৮তম মিনিটে এগিয়ে যায় ফিনল্যান্ড। রাসমাস কারইয়ালানিয়েনের কাছ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে গোলরক্ষককে এড়িয়ে জাল খুঁজে নেন মার্কাস ফ্রস। বিশ্ব চ্যাম্পিয়নরা ধাক্কা সামাল দেওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফিনল্যান্ড। জনি কাউকোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ভালাকারি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। ২০১৫ সালের পর এই প্রথম দেশের মাটিতে কোনো ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করল ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়তে পারতো ব্যবধান। ৪৮তম মিনিটে কাউকোর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। গোলের জন্য মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় ফিনল্যান্ডকে। কিন্তু জালের দেখা আর পায়নি। ৫৭তম মিনিটে অঁতোয়ান গ্রিজমান, অঁতনি মার্সিয়ালদের মাঠে নামান দিদিয়ে দেশম। তারাও পারেননি দলকে গোল এনে দিতে। – গোল ডটকম/প্যারিসটাইমস ডটনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া