adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাইকেল ভনের টুইট, কোহলি না থাকায় সহজেই টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের পুণরাবৃত্তি হবে না, অর্থাৎ ওই বছর অস্ট্রেলিয়া সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও সে দেশে যাচ্ছে কোহলিরা। তবে এবারের সফরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় অধিনায়ককে পাওয়া গেলেও পাওয়া যাবে না পুরো টেস্ট সিরিজে।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে একটি মাত্র টেস্ট খেলে দেশে ফিরবেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। পুরো টেস্ট সিরিজে কোহলি না থাকায় অস্ট্রেলিয়া সহজেই সিরিজ জিতবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। এক টুইটবার্তায় তিনি এমন মন্তব্য করেন।

কোহলির ছুটির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ভন বলেন, অস্ট্রেলিয়া সফরে কোহলি তিন টেস্টের জন্য নেই। প্রথম সন্তানের জন্মের সময়টার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। তার মানে অস্ট্রেলিয়া খুব সহজেই সিরিজটি জিতবে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি, সিডনিতে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে।

টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ্বো, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমান বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিষভ পন্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ। – ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া